হুমায়ুন মিয়া নরসিংদী :
বুধবার (০৭ জুলাই) ভোর রাত্রে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (পুলিশ পরিদর্শক নিঃ ও অফিসার ইনচার্জ) মোহাম্মদ আবুল বাসার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এবং নরসিংদী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে নরসিংদী সদর মডেল থানার মামলা নং (০৪) ( ০৩ জুলাই) তারিখের পেনাল কোড এর পলাতক আসামি ১. সনেট (২১) পিতা -বাদল সাটির পাড়া (চৈতাল পাড়া বকুলতলা) ২. রাকিব (২২) পিতা-সিদ্দিক সাটির পাড়া ৩. ইব্রাহিম (৩০) পিতা মৃত- হাসেন আলী বাড়িগাও সি এন্ড বি জেলা -নরসিংদী।
সাড়াশি অভিযান চালিয়ে( ০২) রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
এছাড়াও অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারের বিষয়ে শিবপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে পুলিশের প্রেসনোটে জানানো হয়।
Leave a Reply