এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদীতে এক অসহায় পরিবারের একটি পা হারানো মেয়েকে কৃত্রিম পা সংযোজন করার জন্য, তার পিতার হাতে ২০,০০০/- বিশ হাজার টাকা অনুদান দিয়েছেন- জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে- নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক- মাহমুদুল হাসান( ভিপি শামীম নেওয়াজ)।
নরসিংদীস্থ মেয়র হাউজ হতে নরসিংদী পৌরসভার নবাববাড়ী মহল্লার মেয়েটির বাবার হাতে অনুদন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন – নবাব বাড়ী মহল্লার বিশিষ্ট সমাজ সেবক – মোঃ ফখরুল ইসলাম।
উল্লেখ- মেয়েটি এক্সিডেন্ট করে একটি পা হারিয়েছে। তার অসহায় পিতা রিক্সা চালিয়ে কোনরকম দিনাতিপাত করে, বসবাস করে নরসিংদী পৌরসভার নওয়াববাড়ী মহল্লায়।
Leave a Reply