এম আর মাইনউদ্দীন,নরসিংদী ।
নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণসহ আকর্ষণীয় পরিবেশ তৈরি হয়েছে। অভিভাবকরা ও শিক্ষার্থী আগ্রহী হয়ে উঠছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান ও পরিবেশ নিয়ে। উপবৃত্তি ও মিডডে মিল চালু করায় কমে এসেছে ঝড়ে পড়া শিশুর সংখ্যা। বেড়েছে লেখাপড়ার মান।
তেমনি নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের “নোয়াবপুর -নোয়াকান্দী ” সরকারী প্রাথমিক বিদ্যালয়কে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। স্কুলে বেড়েছে শিক্ষার গুনগত পরিবেশ।পড়ালেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের বেড়েছে অনেক আগ্রহ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলায় ১০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার মধ্যে অধিকাংশ বিদ্যালয় নতুন সাজে এবং বিভিন্ন রঙে সাজানো হয়েছে।
স্কুল ম্যনেজিং কমিটি, স্থানীয় শিক্ষানুরাগী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্কুলের ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
বর্তমানে স্কুল ভবনটিতে সুন্দর আকর্ষণীয় ছবি, বানী, বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে।
“নোয়াবপুর- নোয়াকান্দী” সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ এবং রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ । শতভাগ শিক্ষার্থীর স্কুল ইউনিফরম রয়েছে।
“নোয়াবপুর – নোয়াকান্দী” সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী – মোঃ সামসুউদ্দীন( তারা মিয়া মাষ্টার) ও সহ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী- এম আর মাইনউদ্দীন এর আন্তরিকতায় বিদ্যালয় ভবনকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে।
“নোয়াবপুর – নোয়াকান্দী” সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, তারা বিদ্যালয়ে এসে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারে। স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং স্কুল নতুন সাজে সজ্জিত দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এবং স্কুল সুন্দর করে সাজানোর ফলে বাড়ির চেয়ে স্কুল তার কাছে বেশি ভাল লাগে।
নোয়াকান্দী এলাকার বাসিন্দা মোঃ জামাল উদ্দিন জানান, বিদ্যালয় সুন্দর করে সজ্জিত করার ফলে তার মেয়ে পূর্বের তুলনায় বিদ্যালয়ের প্রতি এখন বেশি আগ্রহী হয়েই স্কুলে যায়। লেখাপড়ার মান অনেকটা বেড়েছ।
“নোয়াবপুর – নোয়াকান্দী” সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোঃ নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাস এর কারনে স্কুল বন্ধ। তার পর ও শিক্ষাবান্ধব সরকারের ও বিদ্যালয় পরিচালনা কমিটির আর্থিক সহযোগীতায় তাদের বিদ্যালয়কে নতুন সাজে সজ্জিত করায় শিক্ষার্থীদের মন-মানসিকতার পরিবর্তন হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে নতুন আঙিনে সাজানো হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি – মোঃ সামসুউদ্দীন( তারা মিয়া মাষ্টার) জানান, বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়নে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আগের চেয়ে কার্যকর ভূমিকা রাখছে। সভাপতি হিসেবে তিনি সর্বদা বিদ্যালয়ের খবর রাখেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করেন।
নরসিংদী সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার -মোঃ আতিকুর রহমান জানান,
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন। শিক্ষাখাতে বর্তমান সরকারের অবদান অপরিসীম।
তিনি আরো বলেন,
বিদ্যালয়ে আকর্ষণীয় পরিবেশ তৈরি, শিশূদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের আন্তরিকতা বেড়েছে, অভিভাবকরা বিদ্যালয়ের প্রতি আগের চেয়ে অধিক মনোযোগী হচ্ছে। সরকারি বরাদ্দ (স্লিপ) ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অবকাঠামোগত উন্নয়ন করার মাধ্যমে বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করা হয়েছে।
আমি নোয়াবপুর – নোয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করি।
Leave a Reply