এম আর মাইনউদ্দীন, নরসিংদী ।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে নরসিংদী জেলা পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে
নরসিংদী জেলা পুলিশ সুপার- কাজী আশরাফুল আজিম পিপিএম এর নির্দেশে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সৈয়দুজামান এর নেতৃত্বে আজ ২৪ জুলাই শনিবার দিনব্যাপী মাধবদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
মাধবদী পৌরসভার ছোট মাধবদী বাবুলের
বাড়ি, আনন্দি ঋষিপাড়া সহ একাধিক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় আনন্দী ঋষি পাড়া থেকে মাদক ব্যবসায়ী মিহির দাস ও শিপন দাস নামে দুজন কে আটক করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশের এস আই মোঃ মুজাফফর, মোঃমোস্তাক আহমেদ, মোঃতানভীর আহম্মেদ,এ এসআই সঞ্জয় কুমার সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
মাধবদী থানার ওসি মোঃ সৈয়দুজ্জামান বলেন, মাদকের জিরো টলারেন্স নীতিতে আমরা মাধবদী থানা পুলিশ মাঠে কাজ করছি। এই থানায় একজন মাদক বিক্রেতাকে ও থাকতে দেবো না। আমাদের এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে। এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply