এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
২৮ জুলাই ২০২১( বুধবার) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এঁর নিকট হতে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ও ডাংগা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদ্বয় শপথ গ্রহন করেন। শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন-ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, নরসিংদী।
স্ব স্ব অধিক্ষেত্রে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি মোকাবেলাকে নব-নির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের জন্য প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে চেয়ারম্যানদ্বয়কে নিরপেক্ষতা বজায় রেখে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – নরসিংদী জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply