এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যেগে অসচ্ছল সেলুনকর্মি, সু-মেকার, নাট্যকর্মি এবং সুইড বুদ্ধিপ্রতিবন্ধি শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
০২ আগস্ট, ২০২১ রোজ সোমবার নরসিংদী বিয়াম জিলা স্কুল প্রাঙ্গণে-করোনা ভাইরাস (Covid 19) প্রতিরোধের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নির্দেশনা অনুয়ায়ী নরসিংদী জেলা প্রশাসনের স্বীয় উদ্যোগে অসচ্ছল সেলুনকর্মী, স্যু-মেকার, নাট্যকর্মী এবং সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের অসচ্ছল শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের মাঝে এই খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক, নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি – আবু নইম মোহাম্মদ মারুফ খান এঁর ঐকান্তিক ইচ্ছায় এবং উপস্থিতিতে উক্ত মহতী অনুষ্ঠানে ২০০ টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়।
এসময় ডিসি বলেন-জনসেবায় ও জনস্বার্থে নরসিংদী জেলা প্রশাসনের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – নরসিংদী জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply