রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে ডুবে যাওয়ার ৯ দিন পর চর হয়বৎ খাঁ এলাকায় ভেসে উঠলো লাশ, খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশটি তুলে আনে।
উল্লেখ্য কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই গ্রামে গত ২৬ জুলাই তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে ডুবে ঢাকার সিটিং সার্ভিস মৌমিতা পরিবহন নামের বাসের হেলপার শামিম মিয়া (২২) নিখোঁজ হয়। সরকার ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করলে ঈদে গ্রামে আসা গার্মেন্টস কর্মীরা ও বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেলপার বাস সহ গ্রামে আটকা পড়ে যায়। ওই মৌমিতা পরিবহনের ড্রাইভার, কন্ট্রাক্টর ও হেলপার স্থানীয় গোলজার বাজারে বাস রেখে তিস্তা নদীতে সোমবার দুপুরে গোসল করতে নামে। নদীর স্রোতে ৩ জনের মধ্যে ২ জন উঠতে পারলেও হেলপার শামিম মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। দৈর্ঘ্য নয় দিন পর আজ ভেসে উঠে লাশ, খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ উদ্ধার করে লাশটি।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান বলেন লাশটির (মৃত শামিমের) আত্নীয় স্বজনরা এলেই বিধি মোতাবেক লাশটি তাদের কাছে হস্তান্তর করা হবে। মৃত শামিমের বাড়ী ঢাকা মোহাম্মদপুরে বলে জানা গেছে।
Leave a Reply