এম আর মাইনউদ্দীন. নরসিংদী ।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এর অংশগ্রহণে মহান মে দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ লা মে মহান মে দিবস ২০২৩ উপলক্ষ্যে শ্রমজীবী গণমানুষের অংশগ্রহণে নরসিংদী জেলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালি।
উক্ত র্যালিতে অংশ করেন- নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য র্যালি।
র্যালিতে অন্যান্যের মধ্যে ছিলেন – নরসিংদী জেলা পুলিশ সুপারের প্রতিনিধি,নরসিংদী পৌর মেয়র, প্রেসক্লাবের সভাপতি, শ্রম কল্যাণ দপ্তর ও কলকারখানা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ শ্রমিক শ্রেণির সকল ব্যক্তিবর্গ।
Leave a Reply