এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী জেলা থেকে বদলি জনিত কারণে বিদায় নিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম।
মঙ্গলবার (৪ জুলাই, ২০২৩খ্রিঃ) নরসিংদী জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার কে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করে।
এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুুলিশ সুপার কে বিদায় জানানো হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপার কে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, কাজী আশরাফুল আজীম, পিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে হিসেবে যোগদান করতে যাচ্ছেন।
Leave a Reply