হুমায়ুন মিয়া, নরসিংদী :
মাধবদীতে ডিউটি রত পুলিশের হাতে দুই জন ভূয়া র্যাব গ্রেফতার হয়েছে। অফিসার ইনচার্জ মাধবদী থানা পুলিশের প্রেসনোট থেকে জানা যায় যে, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুর তিনটা ১০ মিনিটে এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবদী থানার গুরুত্বপূর্ণ স্থান মাধবদী পৌরসভার সামনে ঈদ উপলক্ষে ডিউটি রত অবস্থায় একজন মোটরসাইকেল চালককে থামার সংকেত দিলে, চালক আল-আমীন (২৯),পিতা -সুজন মিয়া,সাং-হিজলিয়া থানা,শিবপুর, জেলা-নরসিংদী, এপি সাং-শেখেরচর বাজার, থানা ও জেলা -নরসিংদী এবং মোটরসাইকেল এর পিছনে বসা, আরোহী, রহমত উল্লাহ(২৩),পিতা-লুৎফর রহমান, সাং- খাথুরিয়া, থানা- মদন,জেলা-নেত্রকোনা,এপি সাং- শেখেরচর, থানাও জেলা-নরসিংদী। তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে নিজেদের কে র্যাবের সদস্য বলে পরিচয় দেন।মোটরসাইকেল চালক আল-আমীন তার পকেটে থাকা র্যাবের পোশাক পরা ছবি যুক্ত একটি আইডি কার্ড দেখান। ডিউটি রত পুলিশের নিকট তার কথা-বার্তা অসংলগ্ন ও সন্দেহজনক হলে আরো জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় ভূয়া সনাক্ত হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নিলে তাদের কাছ থেকে একটি ভূয়া আইডি কার্ড, যাতে র্যাবের কমান্ডার লেখা, একটি নীল রংয়ের মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীরা স্বীকার করে যে,প্রতারণা করার উদ্দেশ্যেই তারা ভূয়া র্যাব সেজে মিথ্যা পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা করে যাচ্ছে। উক্ত বিষয়ে মাধবদী থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং- ০১। তাং- ০৪/০৪/২৪। ঈদ উপলক্ষে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে মাধবদী থানা পুলিশ তৎপর রয়েছেন বলেও জানানো হয়।
Leave a Reply