এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব আনোয়ার হোসেন শপথ গ্রহণ করেন। এছাড়া ঢাকা বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৩ জুন সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্ষালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের চারটি জেলার (নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ,মানিকগঞ্জ ) মোট ৮ জন উপজেলা চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করান।
এ ছাড়া এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) মোহাম্মদ মমিনুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিশির বিচিত্র বড়ুয়াসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
উল্লেখ – উৎসমুখর পরিবেশে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক তৃণমূলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply