এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদীতে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর, ২০২৪খ্রি.) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান।
মতবিনিময় সভায় সাংবাদিকগণ তাদের মতামত এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা বলেন। এসময় পুলিশ সুপার সকলের মতামত নোট করেন। পুলিশ সুপার জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক-সহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply