এম আর মাইনউদ্দীন, দৈনিক নরসিংদীর দিনকাল।
নরসিংদী পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেছেন নরসিংদী জেলা পুলিশ সুপার।
আজ সোমবার (৩১ মার্চ) ২০২৫ খ্রি. সকাল ০৮.০০ ঘটিকায় নরসিংদী পুলিশ লাইন্স মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার- জনাব মোঃ আব্দুল হান্নান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং সাধারণ মুসল্লিগণ উক্ত জামাতে অংশগ্রহণ করেন।
নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নরসিংদীর পুলিশ সুপার।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত মধ্যাহ্ন ভোজে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply