দৈনিক খবরের দলিল, ডেস্ক।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণার্থে পাশে দাঁড়িয়েছেন নরসিংদী জেলা প্রশাসন।
০২ মে ২০২১খ্রি. টেস্ট রিলিফ খাতে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এঁর অনুকূলে প্রাপ্ত বরাদ্দ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণার্থে কাজ করে চলা স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে ৫০ হাজার টাকা অনুদান এবং জাতীয় অন্ধ সংস্থার দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের সাহায্যার্থে সাদা ছড়ি বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এ বিষয়ে ডিসি বলেন, নরসিংদী জেলা প্রশাসন সর্বদা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে ছিলো, আছে এবং থাকবে উল্লেখ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সার্বিক মঙ্গল কামনা করেন এবং সকল বিঘ্ন অতিক্রম করে স্বাভাবিক জীবন যাপনের জন্য তাঁদের প্রতি আহবান জানান।
এসময় পলাশ উপজেলার সর্বমোট ১৬৭ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
Leave a Reply