হুমায়ুন মিয়া, নরসিংদী।
বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশন ( রেজি: নং বি ২১৮৪) এর নরসিংদী জেলা শাখার দুই বছর মেয়াদী ১৮ সদস্যের নব গঠিত কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাধবদী ক্লাবে।
সোমবার (০৩ মে) মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সৈয়দ আবদুল জলিল।
নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি সেলিম আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। মোঃ সজিব ইসলাম এর তত্বাবধানে আগত অতিথিদের আপ্যায়নে সহযোগিতা করে সংগঠনের তরুণ সদস্যরা।
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংগঠনের সৃষ্টি। তাই তাদের বৈধ অধিকার প্রতিষ্ঠা করতে সব ধরনের সহযোগিতা ও প্রচেষ্টা চালানো হবে বলে মতপ্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধতা এবং মালিক শ্রমিক সুসম্পর্ক তৈরি করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply