এম আর মাইনউদ্দীন,দৈনিক খবরের দলিল, নরসিংদী।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আয়ের পথ বন্ধ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারদের। ফলে এসব মানুষরা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। তাই অসহায়, দুস্থ এই মানুষদের জন্য নরসিংদীর পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল তুলে দিয়েছেন- ( গাজীপুর -নরসিংদী) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পাট ও বস্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য – তামান্না নুসরাত বুবলী ।
০৫ মে বুধবার নরসিংদীতে তার নিজ বাসভবন মেয়র হাউস থেকে এসব ত্রাণ বিতরণ করেন তিনি।
উল্লেখ, একই দিনে নরসিংদী শহীদ জনবন্ধু লোকমান হোসেন শাহী জামে মসজিদের মুসুল্লিদের মাঝ নিজ হাতে রান্না করা খাবার বিতরণ করেন গাজীপুর – নরসিংদী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পাট ও বস্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য – তামান্না নুসরাত বুবলী।
এ সময় উত্তর ছিলেন – তার পরিবারে সদস্য,দলীয় নেতৃবৃন্দ ও ব্যক্তিগত কর্মকর্তাগণ।
Leave a Reply