এম আর মাইনউদ্দীন , দৈনিক খবরের দলিল।
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে৷
আজ ০৬ মে সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৫শত লোকের প্রত্যেকে মাঝে ৪৫০ শত টাকা করে বিতরণ করা হয়৷
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক – আলহাজ্ব মোঃ মাহাবুবুল হাসান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ বেলায়েত হোসেন, মেহেরপাড়া ইউপি সদস্য বৃন্দ, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
এসময় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহাবুবুল হাসান বলেন, যতদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ততদিন একটি লোক ও না খেয়ে থাকবেনা। চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দুস্থ মানুষের জন্য আমরা মেহেরপাড়া ইউপি পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদী – ২ পলাশ আসনের মাননীয় সংসদ সদস্য -আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ভাই এর নেতৃত্বে প্রত্যেক অসহায় মানুষের হাতে হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সহ ত্রাণ, শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরন করে যাচ্ছি।
Leave a Reply