এম আর, মাইনউদ্দীন, নরসিংদী।
বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা, ঈদ উপহার এবং ঋণ বিতরণ করা হয়।
আজ ০৯ মে ২০২১ জুম কনফারেন্স এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
সংবিধানে প্রতিশ্রুত নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সুযোগের সুষম বন্টন নিশ্চিতকরণ সম্ভব মর্মে অভিহিত করে ডিসি তাঁর বক্তব্যে বলেন, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার চর্চা ও প্রসারের মাধ্যমে প্রতি পরিবারে মায়েদের যথাযথ সম্মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
এ সময় ১০ জন উপকারভোগীর মধ্যে মোট ১৫ হাজার টাকা ঈদ উপহার এবং ২২ জন ঋণপ্রার্থীর মাঝে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply