1. fdfeiu6@raiz-pr.com : abbeyputman48 :
  2. rmmk87@raiz-pr.com : adellslate96 :
  3. belle.ewald-3487@emailinbox.store : belle21d0953156 :
  4. bernadettegoolsby7786@1secmail.org : jerrifulcher :
  5. latiastagg@greatemails.online : latiastagg6 :
  6. rem@3d-moon-gr.com : lillianamarron6 :
  7. laiviltare1976@raiz-pr.com : meredith2818 :
  8. mrmainuddin4@gmail.com : Dailykhoborerdolil.com :
  9. hz_atria_opimius@tb-ndfl1.ru : orval490095 :
  10. sm_emma_banks@tb-investlab1.ru : zenaidabutterfie :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিজের বেলায় ষোল আনা – মোঃ রবিউল ইসলাম সরকার নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ২০২৪ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নরসিংদীতে পিতা হত্যার প্রতিশোধ নিলো প্রকাশ্যে ফুফাতো ভাই কে কুপিয়ে হত্যা করে মোঃ নজরুল ইসলাম মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার নরসিংদী পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্তকরণ নরসিংদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান পিবিআই নরসিংদীর ধারাবাহিক সাফল্য, বিভাটেক চালক রবিউল হত্যার রহস্য উদঘাটন সন্তানকে কচুরিপানায় ফেলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা চাঞ্চল্যকর মাহবুব চেয়ারম্যান হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার

কক্সবাজার ৮ নং পি.এম.খালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে- দেলোয়ার হোসেন কে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতা-কর্মীরা

  • আপডেটের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৩৬ বার ভিউ

মোঃ রিদুয়ান উদ্দিন নওশাদ, কক্সবাজার সদর প্রতিনিধি।

আসন্ন কক্সবাজার সদর উপজেলা ৮নং পি.এম.খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন কে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন দিয়ে মূল্যায়ন চায়। পি.এম.খালী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা।

কক্সবাজার সদর উপজেলা পি.এম.খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা দেলোয়ার হোসেন ভাইয়ের কথা বলছি।
তৃণমূল ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা রাজনীতিকে বিদ্যায়তনিক রুপ লাভ দিতে এ ধরাধামে কিছুকিছু মানুষের আবির্ভাব ঘটে সবরে অবরে। ইতিহাসের খেরোখাতায় সে মানুষগুলো সমুজ্জ্বল প্রদীপের মতোন থেকে যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
পি.এম.খালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের এবং রাজনীতির শুদ্ধতম পুরুষ সবার প্রিয় দেলোয়ার হোসেন। তিনি তাঁর ২৫ বছরের রাজনৈতিক, সমাজিক, শিক্ষাক্ষেত্রে, ক্রীড়া জগতে, অবদান রেখে যাচ্ছেন। বর্তমানে তাঁর ক্যারিয়ারে বঙ্গবন্ধুর আদর্শের ঝাণ্ডা হাতে চষে বেড়িয়েছেন কক্সবাজার সদর উপজেলা পি.এম.খালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে বাড়িতে দেলোয়ার হোসেন এর প্রদ চারণা রয়েছে। সেই জন্য তাঁর জনপ্রিয়তা সবার শীর্ষে।
তাঁর পি.এম.খালী ইউনিয়নে আওয়ামী রাজনীতির আজ যে একটি শক্তপোক্ত অবস্থান, তার ভিতটা মুলত পি.এম.খালী ইউনিয়নের সাবেক প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে যে কোন দূর্যোগের সময়, সবার আগে জনগণের সেবা করতে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় জনগণের পাশে থাকতে সবসময় সাহায্য করে যেতো।
জননেতা দেলোয়ার হোসেনের হাত দিয়ে গড়া। দেলোয়ারের আদর্শের পাঠশালায় লালিত হয়ে বহু উত্তরসূরি আজ রাজনীতিতে, শিক্ষায়, সমাজ সেবায়, ক্রীড়ায়, গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন বহু জায়গায় বহুভাবে। পি.এম.খালী ইউনিয়নের মধ্যে দেলোয়ার হোসেন এর পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের একটি পরিবার। আওয়ামী রাজনীতি তথা বঙ্গবন্ধুর আদর্শের পাহারাদার হয়ে এই পরিবারটি তথা পি.এম.খালী ইউনিয়নে আওয়ামী রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক হয়ে আছে।
দেলোয়ারের বড় ভাই জয়নাল আবেদীন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজার সদর উপজেলা, ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ পি.এম.খালী ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছে।
আরেক বড় ভাই নাছির উদ্দীন সাবেক পি.এম.খালী ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ও পি.এম.খালী ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য ছিলেন।
বর্তমানে তিনি বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাবাজার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ নয়াপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা।
তাদের ছোট ভাই দেলোয়ার হোসেন সাবেক পি.এম.খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংগঠনিক ইউনিট শাখা, ওয়ার্ড শাখা, কক্সবাজার সদর উপজেলা শাখা, কক্সবাজার জেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পদে সততা সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠনের বর্তমানে দায়িত্বে থেকে আদর্শিক রাজনীতির অতন্দ্র পহরী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন দেলোয়ার হোসেন এর পরিবারের রাজনীতিকে পি.এম.খালী ইউনিয়নে টিকিয়ে রাখতে হবে বিএনপি জামাত অধ্যুষিত পি.এম.খালী ইউনিয়ন কে বঙ্গবন্ধুর আদর্শ সদা জাগ্রত রাখতে। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। কোনো সিন্ডিকেটের কবলে যেনো আওয়ামী আদর্শের রাজনীতি ছিনতাই না হয়ে যায়।
তার কারণে বর্তমান সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এবং ইউনিয়নে আওয়ামী রাজনীতি বাঁচিয়ে রাখতে হলে দলের স্বার্থে, দশের স্বার্থে।
আসন্ন ৮নং পি.এম.খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন দেলোয়ার হোসেন এর কোনো বিকল্প নেই।
এই বার পি.এম.খালী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের আশা।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানিয় সরকার মনোনয়ন বোর্ড, কক্সবাজার জেলা আওয়ামী লীগ, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সহ সকল নেতৃবৃন্দ এই বার দেলোয়ার হোসেন কে মনোনয়ন দেবে
আমারা দৃঢভাবে প্রত্যাশা করছি। সেই সাথে আদর্শিক রাজনীতির ও ত্যাগী নেতা হিসেবে মূল্যায়ন হবে।
এটি পি.এম.খালী আওয়ামী রাজনীতির তৃণমূলে নেতাকর্মীদের সকলের বাসনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Desing & Developed BY ThemeNeed.com