নরসিংদীর শিবপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
বুধবার ০২ মে ২০২১ নরসিংদীর শিবপুরে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। নিহত কিশোর জুনাইদ মিয়া (১৩) শিবপুর উপজেলার হিজুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের রাজমিস্ত্রী জসিম উদ্দিনের ছেলে। বুধবার স্থানীয় হিজলিয়া দক্ষিণ পাড়া গ্রামের শাহজাহান মুন্সির পুকুর পাড়ের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে পরিবারের সাথে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোজাখুজির পর রাত ১২ টার দিকে শাহজাহান মুন্সির পুকুর পাড়ে একটি টিনের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এসময় এলাকার স্থানীয় লোকজনকে জানালে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।
আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মো: মজিবুর রহমান সরকার বলেন, ‘এই ছেলে গত সপ্তাহেও গাছ থেকে পড়ে আহত হয়। অন্যকোনো ঘটনা বা শত্রুতা আছে বলে মনে হয়নি। বিষয়টি রহস্যজনক।’
শিবপুর মডেল থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলটি আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।
Leave a Reply