পবিত্র আল কুরআন
মোঃ রিদুয়ান উদ্দিন নওশাদ, কক্সবাজার প্রতিনিধি দৈনিক খবরের দলিল।
কুরআন পড় মুসলিম জাতি,
কুরআন ছাড়া নাইরে শান্তি
কুরআনের আয়াত রাখো স্মরণ,
কুরআন দিয়ে সাজাও জীবন।
কুরআন ছেড়ে করোনা ভুল,
কুরআন হলো ধর্মের মূল।
যত পড়বে কুরআনের আয়াত,
ততো হবে পাপ মুক্তি।
কুরআন দিয়ে শান্তি,
কুরআন দিয়ে মুক্তি।
কুরআন পড়লে দূর হয় জীবনের সবক্লান্তি।
সব-সময় কুরআনের পথে চলো,
ধর্মের কথা বলো।
সবাই বলবে তুমাকে ভালো,
তোমার মতো মানুষ হবে,
ইসলাম ধর্মের আলো।
লেখকঃ- মোঃ মইনুর রহমান লাদেন
Leave a Reply