এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নসিংদীর রায়পুরায় ট্রেনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সময় কোন গেইটম্যানকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি, ক্রসিং সম্পূর্ণ অরক্ষিত ছিল। এ তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার- দেব দুলাল দে।
সোমবার (৭ জুন) রাতে উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্য হলেন- রায়পুরা থানার এসআই শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশের দেয়া তথ্য মতে, রাতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি নিয়ে টহল দিচ্ছিল পুলিশ। পুলিশের গাড়ীটি রাত ২টার দিকে রায়পুরার সাপমারা রেলক্রসিং অতিক্রম করতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়।
পরে পেছনে থাকা সিএনজি ও এলাকাবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, ৩ জনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবেন আশা করছি। বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছে।
Leave a Reply