বিশেষ প্রতিনিধি(লামা)বান্দরবান।
বিক্রয়ের উদ্দেশ্যে পাচারকালে বান্দরবানের লামায় ২৮৫ পিস ইয়াবাসহ মো. আকরাম হােসেন (৩২) নামে এক মাদক ব্যকসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জুন) সকালে লামা-ফাঁসিয়াখালী সড়কে ইয়াংছা চেক পােষ্ট হতে তাকে গ্রেফতার করা হয়। আকরাম হােসেন লামা পৌরসভার ৩নং ওয়ার্ডে সমিল পাড়ায় মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, আকরাম হােসেন বুধবার সকালে লামা থেকে চকরিয়া অভিমুখী মােটর সাইকেল করে যাচ্ছিল। পথে ইয়াং চেক পােষ্টে
পৌছালে দায়িত্বরত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদকালে সন্দেহ হলে তার শরীর তল্লাশী করে শরীর থেকে ২৮৫ পিস ইয়াবা ও ১টি মােবাইল ফোন উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মাে. আকরাম হোসেন একজন ইয়াবা ব্যবসায়ী । ইতিপূর্বে সে ইয়াবা ব্যবসা করে পুলিশের হাতে ধৃত হয়ে জেলে গিয়েছিল। লামায় এই ইয়াবা ব্যবসায়ীদের একটি শক্ত সেন্ডিকেট রয়েছে। তাদের ইয়াবা ব্যবসায়ীক সেন্ডিকেট অন্যতম জায়গা হলো লামা কেন্দ্রীয় মারমা শ্মশান।
লামা থানা অফিসার ইনচার্জ মাে. মিজানুর বহমান জানান, গ্রেফতারকৃত আসামী মো. আকাম হোসেন ও তার শরীর হতে প্রাপ্ত ২৮৫ পিস ইয়াবা ও ১টি মােবাইল ফোন থানা হেফাজতে রয়েছে। ধৃত ব্যক্তিকে দ্রুত লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply