হুমায়ুন মিয়া নরসিংদী :
এস আই,মোঃ মনোয়ার হোসেন এর মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ শোকাহত।
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া অকুতোভয় পুলিশ কর্মকর্তা এস আই,মোঃ মনোয়ার হোসেন সোমবার (১৪ জুন) রাত ৩টার সময় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি নরসিংদী’র রায়পুরা থানায় এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র, পেশাদার এই কর্মকর্তা গত (০৮ জুন) রাত ১.৪৫ মিনিটে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা রেলক্রসিং-এ পুলিশ সদস্যবাহী প্রাইভেটকার ও ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।
কর্মজীবনে মরহুম এসআই,মোঃ মনোয়ার হোসেন ডিএমপি, ঢাকা, রাঙ্গামাটি পার্বত্য জেলা, নাটোর জেলা, পাবনা জেলা, কিশোরগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
পুলিশের দক্ষ এই কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেয়ে তাঁর এমন আত্মত্যাগের জন্য পুলিশের প্রতিটি সদস্য গর্বিত। অকুতোভয় এই বীরের মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নরসিংদী জেলা পুলিশ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমানুভূতি প্রকাশ করেন। তিনি বেঁচে থাকবেন তার কর্মের গুণে, প্রতিটি পুলিশ সদস্যদের মাঝে।
Leave a Reply