প্রতিনিধি নরসিংদী :
নরসিংদীতে ৭ কেজি গাঁজাসহ বিলকিস বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৬ জুন) দুপুরে জেলার শিবপুর থানাধীন কারারচর এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত বিলকিস বেগম গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মৃত নুরুল ইসলামের ঔরসজাত ও আঃ কাদের নেওয়াজের পালিত মেয়ে। বর্তমানে সে নরসিংদী জেলার পলাশ থানার ওয়াপদা গেইট এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার কারারচর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই নারীকে আটক ও তার দখল হতে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
Leave a Reply