এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত অর্থ দ্বারা করোনাভাইরাস (২য় ঢেউ) মোকাবেলায় ৩০০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে নরসিংদীতে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৯ জুন শনিবার নতুন বাসস্ট্যান্ডে নরসিংদী শহর আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ড সভাপতি- মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে – উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান -আলহাজ্ব আবদুল মতিন ভূঞা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী আন্তঃ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি- এ এইচ এম জাহাঙ্গীর।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জেলা ও শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply