এম আর মাইনউদ্দীন ,নরসিংদী :
নরসিংদীর পলাশ উপজেলায় অনুষ্ঠিত ডাংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী সাবের উল হাই বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ জুন) রাতে পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন ডাংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে ডাংগা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাবের উল হাই নৌকা প্রতীকে (১৭২০৬) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাউছার মাহমুদ হাতপাখা প্রতীকে পেয়েছেন (২৬৪০) ভোট। ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবা্হ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন কর্মকর্তারা।
Leave a Reply