জনস্বার্থে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে নরসিংদী জেলা প্রশাসন।
এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় কঠোর লকডাউন বাস্তবায়নে পাঁচদোনা -মাধবদী -শেখেরচর-আব্দুল্লা বাজার-শালিধা-চৌয়ালা -সাটিরপাড়া-বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসন।
আজ ২ জুলাই নরসিংদী সদর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যদের ছিলেন- মেজর মো:কামরুল ইসলাম নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর দল ও ভিডিপি দলনেতাগন, নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply