এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
“অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান
প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ” এই শ্লোগান কে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ও নরসিংদী পুনাক এর পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ রবিবার (৪ জুলাই ২০২১খ্রি.) পুলিশ লাইনস্, নরসিংদীতে জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন- নরসিংদী জেলা পুলিশ সুপার-কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজ হতে শুরু হওয়া এই কর্মসূচীর অংশ হিসেবে জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হবে।
এ ছাড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী’র পক্ষ থেকেও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী পুনাক সভানেত্রী- মিসেস আলেয়া ফেরদৌসী। এসময় পুনাক, নরসিংদীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply