এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদীর সদর উপজেলা চরদিঘলদী ইউনিয়নের জিৎরামপুর গ্রাম মেঘনা নদীর ভাঙ্গনে কবলে, হুমকির মুখে পরেছে অত্র এলাকার ফসলি জমি।
নরসিংদীর মেঘনা নদী বেষ্ঠিত মাধবদী থানাধীন চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিৎরামপুর গ্রাম। এক দশক ধরে প্রতিনিয়ত মেঘনার ভাঙ্গনে নদীতে বিলীন হয়েছে অসংখ্য বসতবাড়ি সহ ফসলী জমি। এবার বর্ষার শুরুতে আবারো শুরু হয়েছে মেঘনার ভাঙ্গন। ফলে হুমকির মুখে পড়েছে জিৎরামপুর-রসুলপুর খেয়াঘাট সহ ফসলী জমি ও বসতবাড়ি।
০৮ জুলাই ২০২১ খ্রি. বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ভাঙ্গন এলাকায় পরিদর্শনে গেলে নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দার – সাবেক ইউপি সদস্য- আশরাফুল ইসলাম বলেন-
দ্রুত স্থায়ী নদী রক্ষা বাধ নির্মান না করা হলে গ্রামটি বিলীন হয়ে যাবে। নদীর গর্ভে বিলীন হয়ে যাবে আমাদের ফসিল জমি।
পরে শত শত স্থানীয় বাসিন্দারা – দ্রুত বাধ নির্মাণ করে জিৎরানপুর গ্রামকে নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য – স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
দৈনিক খবরের দলিল/ এম আর মাইনউদ্দীন
Leave a Reply