শেখ খায়রুল ইসলাম,( পাইকগাছা) খুলনা প্রতিনিধি :-
অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি পরিবহন, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে পঞ্চলাম মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়া গ্রামের চিংড়ি ব্যবসায়ী পঞ্চরাম মন্ডল (৪৫) পানি ভর্তি ক্যারেটে করে চিংড়ি বাজারজাত করছিল। এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তারা উক্ত ক্যারেটভর্তি চিংড়ি জব্দ করেন। পরে চিংড়িসহ তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নিকট নিলে তিনি অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি পরিবহন, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী পঞ্চরামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
দৈনিক খবরের দলিল / এম আর মাইনউদ্দীন
Leave a Reply