এম আর মাইনউদ্দীন,নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুলাই মঙ্গলবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন-নরসিংদী জেলা পুলিশ সুপার- কাজী আশরাফুল আজীম, পিপিএম।
সভায় নরসিংদী জেলার সকল ইউনিটের প্রশাসনিক কাজের সাথে সম্পৃক্ত সিভিল স্টাফ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় নরসিংদী জেলা পুলিশের প্রশাসনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন – নরসিংদী জেলা পুলিশ সুপার।
Leave a Reply