এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী জেলার বেলাবো উপজেলার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই ২০২১( শনিবার) নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলাবো উপজেলার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী- এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার- কাজী আশরাফুল আজীম, পিপিএম, নরসিংদীর সিভিল সার্জন- ডাঃ মো নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – নরসিংদী জেলা প্রশাসক – আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে বক্তাগন- নরসিংদী করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তাছাড়া ৩৫ বছর ও তদুর্ধ সকল সম্মানিত নাগরিকদের ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন করে ভ্যাকসিন গ্রহণের জন্যও আহবান জানান ।
অনুষ্ঠানে থানা মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, বেলাব থানার বিট অফিসারগণ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply