বিশেষ প্রতিনিধি।
সৎ, সাহসী, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় তারুণ্যের পথিক তরুণ সাংবাদিক মোঃ হুমায়ুন কবির একটি উদাহরণ। তিনি মিডিয়া সমাজের অহংকার। দাপুটে সাংবাদিকতার অন্যতম ধারক-বাহক। তিনি আপোষহীন, সৎ এবং সাহসী সাংবাদিক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সবসময় অটল।
মোঃ হুমায়ুন কবির সাহসী সাংবাদিক হিসেবে নরসিংদী জেলার সর্বমহলেই অতি প্রিয় ও পরিচিত একটি মুখ। সাংবাদিকতার অভিজ্ঞতা, দায়িত্ব, সততা ও সংবাদের বস্তুনিষ্ঠতা বিশেষ করে সাহস করে অনেক ঝুঁকিপূর্ণ বিষয়ের উপর অনুসন্ধানি প্রতিবেদন তাকে নিয়ে এসেছে এক অনন্য উচ্চতায়। সাংবাদিকতা জীবনে আজও পর্যন্ত তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বার্থ, প্রলোভন, অর্থ, বিত্ত তাকে দমাতে পারেনি এখনো।
উল্লেখ- মোঃ হুমায়ন কবির – দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সাবেক নরসিংদী জেলা প্রতিনিধি।
বর্তমানে বহু প্রচারিত জাতীয় দৈনিক -“স্বদেশ প্রতিদিন” এর নরসিংদীর জেলা প্রতিনিধি। এছাড়া তিনি “দৈনিক খবরের দলিল ” পত্রিকার- বার্তা সম্পাদক । নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাবের- দপ্তর সম্পাদক। পাশাপাশি তার লেখা একাধিক বই পাঠকদের সমাজে ব্যাপক সাড়া পেয়েছে।
Leave a Reply