মোঃ হুমায়ুন মিয়া, নরসিংদী।
সাম্প্রতিক সময়ে নরসিংদীতে আলোচিত কয়েকটি অপরাধ মূলক ঘটনা ঘটে যায়। এতে নরসিংদী জেলা পুলিশ নড়েচড়ে বসে।
নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর নির্দেশে অপরাধীদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে অপরাধের সাথে সংশ্লিষ্ট কয়েকজন কে গ্রেফতার করে।
এবিষয়ে সোমবার (২৬ জুলাই) নরসিংদী জেলা পুলিশ এর কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন -গত জুলাইয়ে রাত আনুমানিক ৩টা ৩০মিনিটে নরসিংদী মডেল থানাধীন দক্ষিণ নাগরিয়াকান্দিতে জনৈক মোঃ মোবারক হোসেন (হায়াত খান) এর তিন তলা বিশিষ্ট বাসার ২য় তলার জানালার গ্রিল কেটে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্য প্রবেশ করে। ডাকাতরা ঘরের লোকজন কে জিম্মি করে নগদ ১লক্ষ ২০হাজার টাকা ০২ভরি ০৬আনা স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। এসময় মোঃ মোবারক হোসেন (হায়াত খান) এর ছেলে মোঃ আরিফ মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে হাসপাতালে আরিফ কে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে মৃত আরিফের পিতা মোঃ মোবারক হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় গত রবিবার (১৮ জুলাই) এজাহার দায়ের করলে দন্ডবিধির ৩৯৬ ধারায় মামলা রুজু হয়।
পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাড়াশি অভিযানে নামে এবং গত বৃহস্পতিবার (২২ জুলাই) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বানছারামপুর থানার মরিচাঘাট থেকে ঘটনার সাথে জড়িত ডাকাত মোঃ শেখ ফরিদ (৩৫) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে এবং মোঃ শেখ ফরিদ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পরবর্তীতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রবিবার (২৫ জুলাই) ডাকাত মোঃ রাজা মিয়া (৩২) কে রায়পুরা থানার হাইরমারা বাজার থেকে গ্রেফতার করে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা বাদীর বাড়ির উত্তর-পশ্চিম কোণার খায়রুলের পতিত জমির ঝোঁপ হতে ডাকাত মোঃ রাজা মিয়ার দেখানো ও শনাক্ত মতে উদ্ধার করা হয়।
একই দিনে তার অন্যতম সহযোগী ডাকাত মোঃ আল আমিন (৩৩) কে আমির গঞ্জ বড় বাড়ি হতে ডাকাতির ভাগে পাওয়া টাকা এবং তার বিক্রিত স্বর্ণালঙ্কার স্বীকারোক্তি মতে হাসনাবাদ বাজারের একটি স্বর্ণের দোকান হতে উদ্ধার করা হয়।
ডাকাত আল আমিন এর দেওয়া তথ্য মতে অপর ডাকাত মোঃ দুলাল মিয়া (৩৭) কে নিজ বাড়ি থেকে ডাকাতির মালামাল ও ভাগে পাওয়া টাকা সহ গ্রেফতার করা হয়।
গত রবিবার (২৫ জুলাই) গ্রেফতারকৃত ডাকাত মোঃ রাজা মিয়া, মোঃ দুলাল মিয়া, মোঃ আল আমিনগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নরহত্যা সহ ডাকাতির ঘটনা স্বীকার করে। উল্লেখিত ডাকাতদের বিরুদ্ধে আগেও ডাকাতির মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিকল্পে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কে তথ্য দিয়ে পুলিশ কে সাহায্য করার আহবান জানান পুলিশ সুপার এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
দৈনিক খবরের দলিল/ এম আর মাইনউদ্দীন
Leave a Reply