রংপুর ব্যুরো অফিসঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কঠোর লকডাউন বাস্তবায়নে যৌথবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২জনকে জরিমানা করা হয়েছে। আজ বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার বাসস্টান্ডে ঘন্টা ব্যাপি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, রংপুর (রেঞ্জ)এর হিমেলের নেতৃত্বে একটি টিম।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন নাগেশ্বরী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি, নাগেশ্বরী থানা পুলিশ সহ অন্যান্য প্রশাসন।
আদালত পরিচালনাকালে মাস্ক বিহীন ও বিনা প্রয়োজনে ঘরের বাহিরে ঘুরাঘুরি করার কারনে মোট ১২ টি মামলায় ৭হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন বিনা প্রয়োজনে ঘরের বাহিরে ঘুরাঘুরি না করার জন্য নাগেশ্বরী বাসী কে অনুরোধ করেন।
Leave a Reply