ডেস্ক রিপোর্ট, দৈনিক খবরের দলিল।
ইসলামী যুব আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ জুলাই বুধবার দিনব্যাপি পুরো জেলা জুড়ে অর্ধ সহস্রাধিক বৃক্ষ রোপণ করে ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা।
জেলা সভাপতি আবু তাকি মুহাম্মাদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচি উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবদুল বারী ফয়েজী।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার দফতর সম্পাদক, ডা. ইদ্রিস আলী। প্রচার সম্পাদক, মাস্টার হাবিবুর রহমান। ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক, বেলায়েত হোসেন ফরহাদ। উপ সম্পাদক মাজহারুল ইসলাম মোল্লা।।
এসময় বক্তাগন বলেন, একটি সবুজ বাংলাদেশ গড়তে চায় ইসলামী যুব আন্দোলন। এজন্যই দেশ জুড়ে লক্ষাধিক বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। তারা আশা করেন, একদিন এ দেশের পরিবেশ সবুজ হয়ে যাবে। সেই সবুজ পরিবেশের প্রভাবে মানুষের মনও সবুজ হয়ে উঠবে। এভাবে সবুজ পরিবেশ আর সবুজ মনের সমন্বয়ে গড়ে উঠবে একটি অন্যরকম বাংলাদেশ। সেই অন্যরকম বাংলাদেশের প্রত্যাশায় আজকের বৃক্ষ রোপণ কর্মসূচি।
সবশেষে অন্যরকম এই বাংলাদেশের প্রত্যাশায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দৈনিক খবরের দলিল/ এম আর মাইনউদ্দীন
Leave a Reply