রংপুরে এ্যাম্বুলেন্সে হিরোইন পাচারের সময় র্যাব ১৩ কর্তৃক ২ হিরোইন পাচারকারী গ্রেফতার।
মোঃ মমিনুর রহমান, রংপুর ব্যুরো প্রধান :
অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব ১৩ রংপুর। এ সময় পাচারকারীদের নিকট থেকে একটি এ্যাম্বুলেন্স ও ৪১০ গ্ৰাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। তার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় র্যাব ১৩ রংপুরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক, কমান্ডার, রেজা আহমেদ ফেরদৌস সাংবাদিকদের বলেন, র্যাব-১৩’র সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের বিশেষ অভিযানে ৪১০ (চারশত
দশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ০১টি এ্যাম্বুলেন্স গাড়ি জব্দ করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক,
ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে মাদক ব্যবসায়ীরা ছদ্মবেশ ধারণসহ নানারকম অভিনব কায়দায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে।
যেমন-আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য তারা মাদকদ্রব্য পরিবহনের বাহন হিসেবে এম্বুলেন্স ব্যবহার করছে। র্যাবের গোয়েন্দা সূত্রে জানা যায় যে, দুইজন মাদক ব্যবসায়ী একটি এম্বুলেন্সে রাজশাহী থেকে রংপুর আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৯ জুলাই ভোরে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর জরুরী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোষ্ট করাকালীন সময় সন্দেহভাজন একটি এ্যাম্বুলেন্স মাইক্রো গাড়ি তল্লাশী করে দেখা যায় দুইজনের মধ্যে একজন এক পা পঙ্গু এবং তার সারা শরীরে টিউমার রয়েছে। উক্ত ব্যক্তির এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন বিধায় তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত করা আছে। কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হলে আভিযানিক দল তাতে তল্লাশী শুরু করে।
তল্লাশী করে তার কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভিতর অভিনব কায়দায় মাদকদ্রব্য হেরোইন ঢুকিয়ে পাচারের চেষ্টা কালে অবৈধ মাদকদ্রব্য ৪১০ (চারশত দশ) গ্রাম
হেরোইন ও মাদক বহনকৃত ০১টি এ্যাম্বুলেন্স মাইক্রো গাড়ি জব্দসহ মাদক ব্যবসায়ী বুলবুল আহম্মেদ (৪০), (চালক) এবং ২। মোঃ আজিজুর রহমান (৩৫), (হেলপার), জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছে।
ইতিপূর্বেও তারা একই কৌশল অবলম্বন করে রাজশাহী থেকে রংপুরে হেরোইন পাচার করতে সক্ষম হয়েছিল বলেও জানা যায়।
পাচারকারীদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে বলেও জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সময় সংবাদ সম্মেলনে র্যাব ১৩ রংপুরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply