রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় এর সময় ৯৯ পিচ ইয়াবা বড়ি সহ রাকিবুল ইসলাম (৩৭) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর জেলা ডিবি পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী রাকিবুল ওই এলাকার রোস্তম আলীর ছেলে।
শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত এক ঘটিকার দিকে গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের দোন্দরা এলাকায় ইয়াবা বিক্রির সময় রাকিবুল ইসলাম কে আটক করে রংপুর জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাকিবুলের নামে রংপুর জেলার পীরগাছা থানায় এবং রংপুর কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনের একটি এবং একটি চুরির মামলা আদালতে বিচারাধীন আছে। তার বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।
রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম পলাশ জানান, রাকিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। একই সাথে সে চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথেও জড়িত। রংপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাকে বেশ কিছুদিন ধরে অনুসরণ করে অবশেষে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে একবিন্দুও ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply