লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুবাস চন্দ্র রায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীর পাড় গ্রামের মৃত প্রসন্ন রায়ের ছেলে। তিনি স্থানীয় চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশের সুপারি বাগানে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন সুবাস চন্দ্র। এ সময় ঘাসের নিচে থাকা ভিমরুলের ঘরে হাত পড়লে হাজারো ভিমরুল তাকে কামড় দেয়।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, অনেক বেশি সংখ্যা ভিমরুলের কামড়ে তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।
Leave a Reply