রংপুরের কাউনিয়ায় কোরআন অবমাননার মামলায় আজিজুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের বালাপাড়া মাঠেরপাড় এলাকায় নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আজিজুল ইসলাম ওই গ্রামের ছাত্তার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে বালাপাড়া মাঠেরপাড় গ্রামের আমিনুর রহমানের সঙ্গে সুপারী চুরি করাকে কেন্দ্র করে আপন বড় ভাই আজিজুল ইসলাম ঝগড়া হয়। এরই জের ধরে বৃদ্ধ আজিজুল ইসলাম পবিত্র কোরআন অবমাননা করেন। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজিজুল ইসলামকে আটক করে পুলিশ।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় আমিনুর ইসলাম বাদী হয়ে বুধবার সকালে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে
Leave a Reply