৩টি জিআর ওয়ারেন্টের পলাতক আসামী এবং ছয়টি মাদক মামলার আসামি কুড়িগ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাতে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার।
কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩২) কুড়িগ্রাম সদর উপজেলার চামড়ার গোলা এলাকার মৃত কাচুয়া মাহমুদ এর পুত্র।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে তিনটি জিআর ওয়ারেন্ট থাকায় তাকে কুড়িগ্রামের পাটেশ্বরীর মিয়া পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামি পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে ওসি খান মো.শাহরিয়ার বলেন, জি আর ২১০/১১ দায়রা ৯২/১৪ স্পেশাল ট্রাইবুনাল ১০/১২ তিনটি ওয়ারেন্ট মুলতুবি আছে। তার বিরুদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৭ আগষ্ট) তাকে জেলে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply