রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক ২২৪ (দুইশত চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার
জানা যায়, গত ২৩/০৮/২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার একটি টহল দল উক্ত থানাধীন দালালহাট (সাবানটারী) সাকিনস্থ জনৈক মোঃ মোহাক্কের আলী (৪৭), পিতা-মৃত আকবর আলী দুদু এর বাড়ীর গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে নীল রংয়ের ৩টি বায়ু রোধক প্যাকেটে আলাদা আলাদা ভাবে বাদামী রংয়ের ৫৩ (তিপান্ন) পিস, লালচে রংয়ের ১২০(একশত বিশ) পিস এবং গোলাপী রংয়ের ৫১ (একান্ন) পিস সর্বমোট (৫৩+১২০+৫১)=২২৪ (দুইশত চব্বিশ) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার ওজন (২২৪ ×০১)= ২২.০৪ (বাইশ দশমিক চার) গ্রাম, মূল্য অনুমান (৩০০×২২৪)= ৬৭,২০০/-(সাতষট্টি হাজার দুইশত) টাকা, আলামত হিসেবে আরও ১টি বাটন মোবাইল, যার মূল্য অনুমান ৫,০০/- (পাঁচশত) টাকা উদ্ধারসহ আসামী মোঃ শফিকুল ইসলাম ওরফে শাফি (৬০), পিতা-মৃত আছাদ আলী মিয়া, মাতা-মৃত হালিমা বেগম, সাং-মায়া বাজার (আদর্শগ্রাম), থানা-হারাগাছ রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করে।
পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণী এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয় এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply