হুমায়ুন মিয়া নরসিংদী ঃ মাধবদী পৌরসভা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক ও নরসিংদী চেম্বার্স অব কমার্সের সভাপতি মোঃ আলী হোসেন শিশির এর পিতা লোকমান হোসেন প্রধান এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর মিলনায়তনে মাধবদী পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে কুরআন খতম, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী চেম্বার্স অব কমার্সের সভাপতি মোঃ আলী হোসেন শিশির, পৌর কাউন্সিল, আলেম ওলামা, স্থানীয় নেতৃবৃন্দ সহ জনসাধারণ।
আলোচনা সভায় বক্তারা মরহুম লোকমান হোসেন প্রধান এর রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জিবন নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন – লোকমান হোসেন প্রধান ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী। তিনি ন্যায় বিচার করার পাশাপাশি সকল শ্রেণির মানুষের সাথে উত্তম ব্যবহার করতেন।
বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ লোকমান হোসেন প্রধান এর জন্য মোনাজাত করা হয় এবং আগতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply