এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল ২০২২খ্রিঃ)রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া একই তারিখ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার- কাজী আশরাফুল আজীম, পিপিএম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক- আবু নইম মোহাম্মদ মারুফ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন-ডাঃ মোঃ নুরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ প্রশাসন, সিভিল সার্জন ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদী জেলা সিভিল সার্জন কতৃক একটি বর্ণাঢ্য র্যালি এবং হেলথ ক্যাম্পের আয়োজন।
Leave a Reply