এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
৩০ এপ্রিল২০২২( শনিবার) সকাল ১১টায় অনন্তরামপুর উত্তরপাড়া ইউনুস মিয়া মডেল স্কুল মাঠে- অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আল-হেরা ফাউন্ডেশন-চরদিঘলদী ইউনিয়ন।
আল-হেরা ফাউন্ডেশন-চরদিঘলদী ইউনিয়ন সভাপতি মুফতী নাসিরুদ্দীন খোরশেদীর- সভাপতিত্বে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। পরিবারের সকলকে নিয়ে আনন্দে ঈদ উদযাপন করা সকলের প্রত্যাশা। তাই সেই প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপান্তরিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবানদের দায়িত্ব হচ্ছে অসহায়দের পাশে দাঁড়ানো। এসময় তিনি আল-হেরা ফাউন্ডেশনে যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং মহান রবের শুকরিয়া আদায় করেন।
ঈদ সামগ্রী বিতরণ আয়োজিত অনুষ্ঠানে- অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -চরদিঘলদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মুফতি ওমার ফারুক, জিতরামপুর নূরে মদিনা মাদ্রসার প্রধান শিক্ষক- হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, অনন্তরামপুর কেরাতুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক- হাফেজ মাওলানা মাহবুবুল্লাহ জহিরী, ইউনুস মিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, অনন্তরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি- মুহাম্মাদ আরিফুল ইসলাম, ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক মালয়েশিয়া আড়াইআনির আব্দুল কাদির, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- শামীম হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশন এর নেতা কর্মীরা অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন।
Leave a Reply