বিশেষ প্রতিনিধি, দৈনিক খবরের দলিল।
আজ ২৫ শে মে ২০২২ ইং রোজ বুধবার চট্টগ্রাম কর্ণফুলীতে অবস্থিত তরুন উদ্যেগত্তা মোঃ রবিউল ইসলাম সরকারের মালিকানাধীন- রবিউল মডার্ণ ট্রল লিঃ চট্টগ্রাম পরিদর্শনে আসেন বাংলাদেশ মেরিন ফিসারিজ একাডেমির ছাত্র/ ছাত্রী ও শিক্ষক প্রতিনিধিরা।এ সময় শিক্ষার্থীরা -গভির সমুদ্রে মাছ ধরার বিভিন্ন অত্যাধুনিক জালের প্র্যাকটিকেল ক্লাশের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের নেতৃত্ব দেন একাডেমির শ্রদ্ধেয় শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও রবিউল মডার্ণ ট্রল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক- মোঃ রবিউল ইসলাম সরকার । উপস্থিত ছাত্র ছাত্রীদেরকে অত্যন্ত দক্ষতার সাথে,হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ- প্রশিক্ষণে অংশগ্রহন করেন- মেরিন ফিশারিজ একাডেমীর ৩৯তম ব্যাচের,নেভিগেশন নটিক্যাল এর ৪র্থ ফাইনাল বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ।
Leave a Reply