এম আর মাইনউদ্দীন :
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের গনেরগাঁও গ্রামে নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতির নিজ বাড়িতে বঙ্গবন্ধুর কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী কোমলমতি শিশুদের নিয়ে পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ নরসিংদী জেলা শাখার নব-নির্বাচিত – সভাপতি – জি এম তালেব হোসেন এর আয়োজনে শতাধিক শিশুদের নিয়ে কেক কাটা ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতির নিজ বাড়িতে শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলা, বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় কোমলমতি শিশুদের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবনের বিভিন্ন বিশেষ ঘটনা আলোচনা করা হয়। তারপর শিশুদের মাধ্যমে কেক কেটে বেলুন উড়িয়ে, শিশুদের মিষ্টি-মুখ করার ও খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা হয়।
Leave a Reply