এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
আজ ১২ মে ২০২৩ তারিখ শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর মাধবদী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি – আলহাজ্ব ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে- সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ সভাপতি মুফতি কাওসার আহমাদ ভূঁইয়া।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে সাহাবাদের ন্যায় দায়িত্ববান হতে হবে। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করতে আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে হবে।
সম্মেলন শেষে বিগত কমিটি বিলুপ্ত করে মজলিসে সুরা সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী সেশনের জন্য আলহাজ্ব ক্বারী আবুল কাশেমকে সভাপতি ও মুহাম্মাদ আরিফুল ইসলামকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুসা বিন কাসেম, শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা সভাপতি মাসুদুর রহমান, ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ খাইরুল কবির, যুব আন্দোলন নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ সরকার। এছাড়াও মাধবদী থানা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply