এম আর মাইনউদ্দীন, নরসিংদী ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাফল্য ও অগ্রগতির চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে – গ্রাহক – সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ই সেপ্টেম্বর ২০২৩ খ্রি. সময় বিকাল ৪ টায় মেসার্স শফিক স্টোরের আয়োজনে নরসিংদী সদর উপজেলা চরদিঘলদী ইউনিয়ন অনন্তরামপুর বাজারে ইসলামী ব্যাংক এর গ্রাহক – সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাধবদী শাখার প্রধান- মোঃ মতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মেসার্স শফিক স্টোর এর কর্নধার – মোঃ সফিকুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং এ কর্মরত কর্মকর্তাবৃন্দ, ইসলামী ব্যাংকের সেবা গ্রহণকারী গ্রাহক ও এলাকাবাসী।
উল্লেখ – ইসলামী ব্যাংক এর মাধবদী শাখার সহযোগিতায় এবং মেসার্স শফিক স্টোর এর কর্নধার তরুন উদ্যেক্তা- মোঃ সফিকুল ইসলাম এর প্রচেষ্টায় দূর্গম চরদিঘলদী ইউনিয়ন অনন্তরামপুর গ্রামে অবস্থিত – ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রমে চরদিঘলদী ইউনিয়নবাসী সহ আশেপাশের ইউনিয়নের মানুষ ও সেবা পাচ্ছে এবং বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো টাকা নিরাপদে গ্রাহকদের হাতে পৌঁছে যাচ্ছে।
আজকের এই গ্রাহক সুধী সমাবেশে গ্রাহকরা ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এর সফলতা কামনা করছে।
Leave a Reply